Death Note Hindi-Dubbed Download |
Death Note হলো 2006 সালের একটি জাপানি এনিমি সিরিজ। এ সিরিজে মোট 37 টি পর্ব রয়েছে। এ সিরিজটির ভাষা মূলত জাপানিজ। তবে আন-অফিসিয়াল ভাবে এ সিরিজটি হিন্দি ভাষাতেও ডাব করা হয়েছে। অবশ্য আমরা (BDDUB™) এ সিরিজটি বাংলা ভাষায় ডাব করার প্রজেক্ট হাতে নিয়েছিলাম এবং মোট 3 টি পর্ব বাংলা ভাষায় সফলভাবে ডাব করা ও হয়েছিলো। তবে বর্তমানে বাংলা ডাবের কাজ বন্ধ আছে। তবে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এর হিন্দি ডাবিংটি। আশা করি হিন্দি ডাবিংটি আপনাদের ভালো লাগবে।
কাহিনি সংক্ষেপ
কাহিনীর মূল চরিত্র "লাইট ইয়াগামি" যখন তার স্কুলের মাঠে একটা খাতা খুঁজে পায় যেটা শিনিগামি "রিউক" - এর ছিলো তখন থেকেই এ সিরিজের যাত্রা শুরু হয়। খাতাটা ছিলো একটা "ডেথ নোট"। এ খাতায় যার নাম লিখা হবে সে কিছুক্ষণের মধ্যে মারা যাবে। তাই এ খাতার নাম ডেথ নোট। এ খাতাটা নিয়েই পুরো সিরিজটি টানটান উত্তেজনা রেখে এগিয়ে গেছে।আমাদের কাহিনীর মূল চরিত্র খাতাটি (ডেথ নোট) পেয়ে সকল আসামি ও খারাপ ব্যাক্তিদের নাম একটানা খাতায় লিখতে থাকে, আর অপরদিকে ঐসব আসামি ও খারাপ ব্যাক্তিরা রহস্যজনক ভাবে মৃত্যুবরণ করতে থাকে৷ পুলিশ সহ পুরো জাপানের জনগণ এ রহস্যজনক মৃত্যুর খরব পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে। এ রহস্যজনক মৃত্যুর রহস্য উদ্ধারের জন্য সবচেয়ে তুখোর গোয়েন্দা "এল" কে নিযুক্ত করা হয়। আর এ অজানা হত্যাকারিকে জাপানের সবাই "কিরা" নামে আক্ষায়িত করে। শিনিগামি আবার কী? ডেথনোট কোথা থেকে এলো? এল কী পারবে কিরাকে ধরতে?...
ব্যক্তিগত মন্তব্য
Death Note Hindi Dubbed দেখেই আমার এনিমির জগতে আগমন ঘটে। এর আগে কখনো এনিমি দেখিনি। সবার মুখেই এনিমি এনিমি শুনেছি। এত শুনতে শুনতে এনিমির প্রতি আমার একটা বিরক্ত কাজ করতো। আমি একসময় এনিমির হেটার ছিলাম বলতে গেলে। কিন্তু এ সিরিজটি প্রথমবার দেখার পরে বুঝতে পারি এনিমি সিরিজ বা কার্টুন সিরিজের মূল মজা। ছোটথেকে ডোরেমন আর ছোটাভীম দেখতে দেখতে কার্টুনকে ছোটদের বিষয় বলে ভাবতাম। তবে এ সিরিজটি দেখার পর আমার ধারণা পুরো পাল্টে যায়। এ সিরিজটি একটা প্রমাণ যে কার্টুন শুধু ছোটদের নয়, বড়দের ও হয়ে থাকে। এখন আমি এনিমির ফ্যান।এ সিরিজটি আমি দুই-তিনদিনে দেখে শেষ করেছি। মোট 37 টি পর্ব আছে এ সিরিজে। কাহিনীর মূল মজা শুরু হয় দ্বিতীয় পর্ব থেকে। যদি আপনি দ্বিতীয় পর্ব পর্যন্ত দেখে থাকেন তাহলে আমি গেরান্টি সহকারে বলতে পারবো আপনি বাকি পর্বগুলো না দেখে থাকতে পারবেন না।
পুরো সিরিজটি দেখার সময় একবার ও মনে হয়নি সময় নষ্ট হয়েছে। এমনি সিরিজ শেষ হয়ে যাওয়ার পরে মনে হচ্ছিলো আরো পর্ব থাকলে আরো ভালো হতো। এর যতই প্রশংসা করি, প্রশংসার শেষ হবে না। তাই আপনাদের নিসন্দেহে রিকমান্ড করতে পারি এ সিরিজটি।
যদি রেটিং দিতে বলেন তবে আমি ১০ থেকে ১০ দিবো। আমার ভালো লেগেছে, আমি নিসন্দেহে বলতে পারি আপনার ও ভালো লাগবে। তো দেরী কিসের? এখনি ডাউনলোড করুন আর দেখেনিন Death Note সিরিজটি সম্পূর্ণ হিন্দি ভাষায়...
ডাউনলোড লিঙ্ক সমূহ
Death Note Hindi Dubbed Episode 01 Download - Gdtot | Drivebuzz | GD Directযেভাবে ডাউনলোড করবেন
coming soon...